নানা আয়োজনে পালিত
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০ ২১:২৬; আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ২১:৩২

'ডায়বেটিস সেবায় চিকিৎসকদের পাশাপাশি নার্সদেরও রয়েছে যথাযথ ভূমিকা পালনের সুযোগ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব ডায়বেটিস দিবস।
দিবসটি উপলক্ষে আজ দুপুরে (১৪ নভেম্বর) নগরীতে ডায়বেটিক কল্যান কেন্দ্রের উদ্যোগে এক র্যালি বের করা হয়। র্যালিটি আলুপট্টিতে অবস্থিত ডায়বেটিক কল্যান কেন্দ্র থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে পুনরায় ডায়বেটিক কল্যান কেন্দ্রে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন ডায়বেটিক কল্যান কেন্দ্রের পরিচালক ডা.এফ.এম.এ জাহিদ, মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল ও প্রকৌশলী তাজুল ইসলামসহ ডায়বেটিক কল্যান কেন্দ্রের অন্যান্য সদস্যবৃন্দ।
র্যালি শেষে ডায়বেটিক কল্যান কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা প্রদাণ করা হয়।
কাফি/০১
আপনার মূল্যবান মতামত দিন: