মানিকগঞ্জে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে দুই যুবকের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৪ ২০:০৮; আপডেট: ৪ মে ২০২৪ ১৪:০২

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের মান্তা ও ঘোস্তা গ্রামে গত দুই সপ্তাহে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল হসেন (৩৫) ও লুৎফর রহমান (২৭) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ১২ টারদিকে রাজধানী ঢাকার ধানমন্ডী পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল হোসেন। নিহত মো. বাবুল হোসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড মান্তা গ্রামের সাবেক ইউপি মেম্বার মাইনুদ্দিনের ছেলে। পেশায় তিনি কসমেটিকের দোকান্দার ছিলেন।

অপরদিকে গত ১৬ জানুয়ারি একই ইউনিয়নে ঘোস্তা জাহাঙ্গীনগড় গ্রামের নাজিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৭) খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়।

পুটাইল ইউপি চেয়ারম্যন মহিদুর রহমান মহিদ জানান,গত ১৫ দিন আগে বাবুল হোসেন খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্তায় গত শনিবার দিনগত রাত বারোটার দিকে মারা যান তিনি। রবিবার বেলা এগারোটার দিকে মান্তা নিজ গ্রামে জানাজা শেষে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ইউপি সদস্য রুবিয়া পারভীন জানান, এর আগে গত ১৬ জানুয়ারি তার ওয়ার্ডের ঘোস্তা জাহাঙ্গীরনগড় গ্রামে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় নাজিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৭)।

তিনি আরো জানান, লুৎফর খেজুরের কাঁচা রস খাওয়ার পর তার মাথাব্যথা,জ্বর শুরু হয়। প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয় ডাক্তারের কাছ থেকে ঔষুধ এনে খাওয়ানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জানুয়ারি মারা যায় লুৎফর। এ নিয়ে গত দুই সপ্তাহে তার নির্বাচিত এলাকায় খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে দুই গ্রামে দুইজন মারা যায় বলে জানান তিনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top