ধামইরহাটে পুষ্টি মেলা ও প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৯; আপডেট: ১২ মার্চ ২০২৫ ১০:২৮

- ছবি - ইন্টারনেট

নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্য, পুষ্টি মেলা ও প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিনব্যাপি এ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্যসেবা আগের চাইতে আরও উন্নত এবং সহজতর হয়েছে। আগামিতে অত্র উপজেলার চিকিৎসাসেবা আধুনিকায়ন এবং সাধারণের মাঝে নিশ্চিত করতে সার্বিক সহায়তা করবেন বলে তিনি ব্যক্তই প্রকাশ করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, পরিসংখ্যানবিদ মো. নাজমুল হক, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, শারমিন আক্তার সুরভি, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top