৯ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:০৬; আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০২:৩৭

৯ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বৈজ্ঞানিক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা কাকরাইল বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ) এর আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এডুকেশন কাউন্সিল অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান মুহাম্মদ নুরা আলম সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হোমিওপ্যাথিক মেডিকেল এডুকেশন কাউন্সিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রেজিস্ট্রার স্বপন কুমার মন্ডল।
অতিথিবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএইচএমএ) সভাপতি ড. আলমগীর মতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন সমিতির সভাপতি ড. এস এ এম রেজা-উর-রহিম, বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (অব.) এবিআই আবদুল্লাহ, ডিপলাইড ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাবিবুর রহমান, ভারত কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন পশ্চিমবঙ্গ, লেকচারার ফার্মেসি কলেজের ড. আব্দুল হাকিম, মুম্বাইয়ের বিশিষ্ট চিকিৎসক ড. সন্দীপ রায়। অনুষ্ঠানের সভাপত্বিত করেন ৯ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বৈজ্ঞানিক সেমিনারের আহ্বায়ক ড. এম এ কাদের।
এ সময় দেশ-বিদেশ থেকে প্রায় ২০ জন হোমিওপ্যাথিক চিকিৎসক সেমিনারে বিভিন্ন বক্তব্য রাখেন। সেমিনারে রাজশাহী নগরীর কাদিরগঞ্জের সরকার হোমিও ফার্মেসীর বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক আলতাব হোসেন জন্ডিসের বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখায় তাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: