রোগী কমাতে করোনার টেস্ট কমানোর নির্দেশ ট্রাম্পের!

রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২২ জুন ২০২০ ০৬:০৫; আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩০

এ মুহুর্তে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। আর এ বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে প্রেসিডেন্ট নির্বাচন। এরকম পরিস্থিতিতে টেস্টের হার কমিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার একটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি একথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, বেশি টেস্ট করানোর কারণেই যুক্তরাষ্ট্র করোনায় আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে অবস্থান করছে। টেস্ট বন্ধ করে দিলেই করোনার সংক্রমণ কমে যাবে।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় নির্বাচনী সমাবেশে করোনা টেস্ট নিয়ে ট্রাম্প বলেন, এখানেই সমস্যা। আপনি যখন টেস্ট বাড়িয়ে দেবেন, তখন আপনি অনেক আক্রান্ত পাবেন। সুতরাং আমি বলেছি টেস্ট কমিয়ে দাও।

বর্তমানে বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারশের হিসাবে সেখানে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ লাখ ২১ হাজারেরও বেশি। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এখনও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ।

এ অবস্থায় তিনি এই কথা মজা করে বলেছেন কি না সেটি বোঝা যায়নি।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top