গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬ ২২:৫৪; আপডেট: ২৯ জানুয়ারী ২০২৬ ০০:০৮

ছবি: সংগৃহীত

এবার ঢাকা-৪ আসনে গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নারী নেত্রীর ওপর রাম দা দিয়ে হামলার অভিযোগ করেছে দলটি। রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলি এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) বিকালে এই হামলার ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সেক্রেটারি ইমন আশরাফ এই তথ্য জানিয়েছেন।

ইমন আশরাফ জানান, জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে কদমতলীর ৫২ নং ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টিতে যুবদলের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তার মাথায় চারটি সেলাই দিতে হয় চিকিৎসকদের।

জামায়াতের এই নেতা জানান, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে গণসংযোগে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সারা দেশে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নারী কর্মীদের হামলা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করছি, দেশের বিভিন্ন জেলায় নির্বাচন কর্মকাণ্ডে যুক্ত নারীরা, বিশেষ করে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা ধারাবাহিকভাবে হামলা, মারধর, অপমান, ভয়ভীতি ও সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছেন। এটি নারীর নিরাপত্তা নিয়ে সৃষ্ট একটি গভীর জাতীয় উদ্বেগের বিষয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top