মিয়ানমারের গুরুত্বপূর্ণ পাউকতাও শহর দখলের দাবি আরাকান আর্মির
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৪ ১৮:১৯; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৯:১৮

মিয়ারমারের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর পাউকতাও নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। দেশটির জান্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ সময়ের সংঘর্ষের পর শহরটি দখলে নেয় বলে দাবি আরাকান যোদ্ধাদের।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, প্রায় দুই মাসের বেশি সময় ধরে জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে আরাকান আর্মি।
বুধবার দেশটির পশ্চিম রাখাইন রাজ্যের বন্দর নগরী পাউকতাও'র পুরোপুরি দখল নেয় তারা। চলমান এই যুদ্ধে এ পর্যন্ত বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে।
জানা যায়, নভেম্বরে পাউকতাও শহর আংশিক দখল করে আরাকান আর্মি। পরে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সেখানে যে যুদ্ধবিরতি হয়, সেটি পরে ভেঙে যায়।
শহরটির বাসিন্দারা এএফপিকে জানায়, জান্তারা প্রায় প্রতিদিনই শহরটিতে কামান ও জাহাজ থেকে বোমাবর্ষণ করতো। এমনকি তারা সেখানে হেলিপ্টার থেকেও গুলিবর্ষণ করেছে।
নিউ গুগল আর্থের ছবিতে দেখা গেছে, পাউকতাও শহরের বহু এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি শহরটির থানার বেশকিছু ভবনও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। তবে আরাকান আর্মির এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) শহরটিতে ব্যাপক সংঘর্ষের দাবি করেছে আরাকান আর্মি। যদিও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার।
আপনার মূল্যবান মতামত দিন: