দ্যা ড্রিমার্সের সভাপতি তারেক, সম্পাদক সাকলাইন

নিজস্ব প্রতিনিধি: | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫ ২২:১৯; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৭:৩৪

ছবি: সংগৃহীত

দ্যা ড্রিমার্স (একটি শিক্ষার্থী ও সামাজিক কল্যাণমূলক সংগঠন)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চট্রগাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তারেক মনোয়ারকে সভাপতি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী সাকলাইন মোস্তাককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বুধবার (২ এপ্রিল ) সংগঠনটির বার্ষিক সম্মেলনে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। গতকাল দ্যা ড্রিমার্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুজাহিদ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক রিয়াদুস সালাম বাঁধন, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক হেলাল আহমেদ, অর্থ সম্পাদক ইমরান নাজির, সহ-অর্থ সম্পাদক আশিকুর রহমান, মুজাহিদ ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার আহমেদ রিয়াদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক নয়ন ইসলাম, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক বুলবুল আহমেদ হৃদয়, বিজ্ঞান ক্লাব পরিচালক জাহিদ হাসান, ল্যাংগুয়েজ ক্লাব পরিচালক উজ্জ্বল হোসেন, বিতর্ক ক্লাব পরিচালক রাজু আহমেদ, ক্যারিয়ার ক্লাব পরিচালক রিপন হোসেন।

বন ও পরিবেশ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সহ-বন ও পরিবেশ কল্যাণ সম্পাদক মুস্তাক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক সাকিব খান, সহ-সমাজকল্যাণ সম্পাদক তৌহিদুল ইসলাম, রোগী কল্যাণ সম্পাদক সাকলাইন মুস্তাক, ক্রীড়া সম্পাদক সোয়েব আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক শুয়াইব হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মিঠুন বিশ্বাস, প্রবাসী কল্যাণ সম্পাদক বোরহানউদ্দিন, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক তামিম ইকবাল ইমন,আইটি সম্পাদক তারিফ হোসাইন, সহ-আইটি সম্পাদক নাফিজ ইকবাল ও ফাহিম মুনতাসির।

দ্যা ড্রিমার্স ব্লাড বাংকের ম্যানেজিং ডিরেক্টর, মোহাম্মদ শরিয়ত, ডিরেক্টর আসিবুর রহমান, অ্যাসিসটেন্ট ডিরেক্টর ইসতিয়াক মাহমুদ ও মুস্তাফিজ আহমেদ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top