বিশ্বজুড়ে আরও সাড়ে ৯ হাজার প্রাণ গেল করোনায়

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ২৪ মে ২০২১ ১৪:২৩; আপডেট: ১৯ মে ২০২৪ ০০:৩৭

 ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের ছোবলে বিশ্বের বিভিন্ন দেশে আরও সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৩৪ লাখ ৭৭ হাজারের বেশি।

গত মার্চের পর দিনে সর্বনিম্ন ৯শ’ মানুষের প্রাণহানি দেখল ব্রাজিল। মোট প্রাণহানি সাড়ে ৪ লাখের কাছাকাছি। লাতিন দেশটিতে রবিবার ৩৬ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয় করোনাভাইরাস।

এদিকে, রবিবার ২২৩ জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র যা গত বছরের মার্চের পর দেশটির সর্বনিম্ন দৈনিক প্রাণহানি। ভাইরাসের বিস্তারও কমেছে লক্ষণীয়ভাবে। ১৩ হাজার মানুষের দেহে নতুনভাবে মিলল করোনা।

 

লাতিন দেশ কলম্বিয়ায় ৫শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে রবিবার। এছাড়া আর্জেন্টিনা-রাশিয়া-মেক্সিকোয় সাড়ে তিনশ’র ওপর ছিল দৈনিক প্রাণহানি।

রবিবারও বিশ্বজুড়ে পৌনে ৫ লাখ মানুষের শরীরে মিলল ভাইরাসটি। এ নিয়ে মোট সংক্রমণ শনাক্ত পৌনে ১৭ কোটি।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top