মুক্তি পাচ্ছেন আসামের সিএএবিরোধী নেতা অখিল গগৈ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ জুলাই ২০২১ ০৩:৪১; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১:১৬

সংগৃহীত ছবি

আসামের রাজনীতিতে দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন রাইজর দলের নেতা অখিল গগৈ। তিনি মূলত সামাজিক আন্দোলন থেকে আলোচনায় এসেছেন। সিএএ-বিরোধী আন্দোলনের কারণে ২০১৯ সালের ডিসেম্বরে তাঁকে ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয় সন্ত্রাস দমন আইনে। কারাগারে থেকেই বিধানসভা নির্বাচনে লড়ে জিতেছেন তিনি। ওই নির্বাচনে তাঁর গড়া নতুন দল রাইজর দলের একমাত্র বিজয়ী প্রার্থী ছিলেন তিনিই। তবে তাঁর দল এবং আরও একটি স্থানীয় দল আসাম জাতীয় পার্টি এবারের নির্বাচনের ভবিষ্যৎ অনেকটাই নির্ধারণ করে দেয়।

কারণ, এই দুই দলের কারণে অন্তত ১০টি আসনে হেরে গেছে কংগ্রেস জোট।
বিশ্লেষকেরা মনে করছেন, ভবিষ্যতে অখিল গগৈয়ের কিছুটা বামপন্থা, আংশিক জাতীয়তাবাদী রাইজর দল আসামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আজ আদালতের রায়ের পর অখিলের আইনজীবী জানান, আদালতের আদেশের কপি কারাগারে দ্রুতই পৌঁছে যাবে। এরপরই কারামুক্ত হবেন তাঁর মক্কেল।
এদিকে অখিল গগৈয়ের মুক্তির খবরে উচ্ছ্বসিত তাঁর সমর্থকেরা। নওগাঁও জেলায় তাঁর সমর্থক বিপুল মহন্ত বলেন, ‘আশা করি, আগামী দিনে বিধানসভায় অখিল গগৈ নাগরিকত্ব আইন নিয়ে বক্তব্য দেবেন। বিধানসভার বাইরেও তিনি নানা ইস্যুতে বিজেপিকে চেপে ধরবেন।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top