যে কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রণবপুত্র অভিজিৎ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২১ ০৩:৩২; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৬:৩০

শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে প্রাক্তন কংগ্রেস সংসদ সদস্য অভিজিৎ।
সোমবার বিকালে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। খবর আনন্দ বাজার পত্রিকার।
তৃণমূলে যোগ দেওয়ার ‘কারণ’ ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ বলেন, ‘বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন তিনি বিজেপিকে রুখতে পারেন। আমার বিশ্বাস আগামী লোকসভা ভোটেও তিনি তা পারবেন।’
কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার সংসদ সদস্য হয়েছিলেন অভিজিৎ। তার আগে হয়েছিলেন বীরভূমের নলহাটির বিধায়ক।
অভিজিৎ সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এখন শুধুই প্রাক্তন। কোনো পদ আমার নেই।’
পাশাপাশি, প্রণব-পুত্র বলেন, ‘বাবা আমাকে কখনোই কংগ্রেসে যোগ দিতে বলেননি। আমার নিজস্ব সিদ্ধান্তে রাজনীতিতে এসেছিলাম।’
আপনার মূল্যবান মতামত দিন: