আততায়ীর গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ জুলাই ২০২১ ০৩:১৫; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১:১৬

ফাইল ছবি

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার এক বিবৃতিতে তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র একটি দল মঙ্গলবার মধ্যরাতে প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। হামলায় প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি মার্টিন ময়েসও আহত হয়েছেন।

জোসেফ এ হামলাকে ঘৃণ্য, অমানবিক ও বর্বর বলে অভিহিত করেছিলেন। তিনি বলেন, জাতীয় পুলিশসহ অন্যান্য বাহিনী ক্যারিবীয় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

 

 

সূত্র : এপি



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top