চার দিনেই দ্বিগুণ হতে পারে করোনা সংক্রমণ
রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ১২ জুন ২০২০ ০০:৪৬; আপডেট: ১৪ জুন ২০২০ ১৭:৪৮

করোনাভাইরাস (কভিড-১৯) ঠেকাতে লকডাউন অত্যন্ত কার্যকর। তবে লকডাউন বা এ ধরনের কোনো কঠোর পদক্ষেপের মাধ্যমে ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে না পারলে তা প্রতি তিন থেকে চার দিনে দ্বিগুণ মানুষকে সংক্রমিত করতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ।
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে বিশ্বের শীর্ষ চারে অবস্থান করছে যুক্তরাজ্য। শেষ খবর পাওয়া পর্যন্ত সরকারি হিসেবে যুক্তরাজ্যে ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২ লাখ ৯০ হাজারেরও বেশি।
যুক্তরাজ্যের সাবেক উপদেষ্টা ও লন্ডন ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন জানিয়েছেন, ২৩ মার্চের এক সপ্তাহ আগে যদি যুক্তরাজ্যে লকডাউন কার্যকর করা হতো, তাহলে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা অর্ধেক থাকতো। করোনাভাইরাস ঠেকাতে ২৩ মার্চ প্রথম লকডাউনে যায় যুক্তরাজ্য। তিনি বলেন, প্রতিরোধে কঠোর পদক্ষেপ না নিলে প্রত্যেক ৩ থেকে ৪ দিনের মধ্যে করোনা আগের চেয়ে দ্বিগুণ মাত্রায় সক্রিয় হয়।
ফার্গুসন বলেন, আমরা যদি ২৩ মার্চের এক সপ্তাহ আগে লকডাউন কার্যকর করতাম, তাহলে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা অর্ধেকে দাঁড়াতো। সূত্র : বিবিসি।
আপনার মূল্যবান মতামত দিন: