ইরান ইস্যুতে নতুন কৌশলে যুক্তরাষ্ট্র-ইসরাইল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১ ০৯:৪৫; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৬:১৪

ফাইল ছবি

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানকে অনন্তকাল সময় দেবে না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। একইসঙ্গে দ্রুত পরমাণু চুক্তির আলোচনা শেষ করারও তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার ইসরাইল সফরে গিয়েছিলেন মার্কিন জাতীয় উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সফরে ইসরাইলি প্রশাসনের একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বসেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গেও।

ইরান এবং ইসরাইলের অন্যান্য সমস্যা নিয়ে এদিন দীর্ঘ বৈঠক করেছেন বেনেট। সেখানেই তিনি জানিয়েছেন, অনেক দিন ধরেই ইরানকে সঙ্গে নিয়ে নতুন পরমাণু চুক্তি করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু অনন্তকাল সময় দেওয়া সম্ভব নয়। ফলে কূটনৈতিক আলোচনার জন্য ইরানের হাতে আর খুব বেশি সময় নেই।

তবে নির্দিষ্ট করে দিন চিহ্নিত করে দিতে চাননি জ্যাক। কিন্তু কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন, খুব বেশি হলে আর এক সপ্তাহ সময় পাবে ইরান। নইলে আলোচনা ভেস্তে দিতে পারে যুক্তরাষ্ট্র। এদিন কার্যত হুমকির সুরেই ইরানকে সতর্ক করেছেন জ্যাক।

ইরান ছাড়াও ইসরাইলের অন্যান্য সমস্যা নিয়েও এদিন কথা বলেছেন মার্কিন জাতীয় উপদেষ্টা। জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেই কাজ করবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে বৈঠকের পর বেনেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যেভাবে এগুচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা পাবে। ইসরাইলের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বস্তুত, জ্যাক বলেছেন, কোনোভাবেই যাতে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তার ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র: ডয়চে ভেলে




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top