৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪ ২২:৪১; আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৩
সরকার উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।
এছাড়া, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতাবলে এবং বাংলাদেশ ল' অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
এদিকে সরকার উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রকাশ করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে The Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী ১৬১ আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: