বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ
পুলিশ একাডেমিতে আত্মগোপনে ডিআইজি এহসানুল্লাহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ১৭:৪১; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৭:৫২
 
                                গ্রেফতার এড়াতে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে আত্মগোপনে গেলেন একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ হন। এ বিষয়ে পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
একাডেমি সূত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে বুধবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় একটি দল। এ সময় একাডেমিতে কর্মরত অবস্থায় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম গণমাধ্যম কে বলেন, ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিলেন বলে জানতে পেরেছি। তার নিখোঁজের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: