হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমব হবে বাংলাদেশের একাদশ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩১; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২২:৪৪

- ছবি - ইন্টারনেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। বাকি আছে আর এক ম্যাচ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে নামবে লাল-সবুজের দল। লিটন দাসদের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হচ্ছে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজে মিরপুরের কালো পিচে ব্যাট হাতে বেশ সংগ্রাম করতে হয়েছে টাইগার ব্যাটারদের। তবে উইকেট বদলালেও বাংলাদেশি ব্যাটারদের ভাগ্য ফেরেনি। ফলে বোলাররা লড়াইয়ের সুযোগ করে দিলেও ব্যাট হাতে লিটন দাসরা ভালো করতে না পারায় প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছেন টাইগাররা।

আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। ফিনিশার হিসেবে দলে থাকলেও সে চাহিদা পূরণ করতে ব্যর্থ জাকের আলী অনিক। তার খেলার ধরন নিয়েও ওঠেছে প্রশ্ন। আজ তার একাদশে না থাকার সম্ভাবনাই বেশি।

এছাড়া তাওহিদ হৃদয়, শামিম হোসেনদের ব্যাটেও রানখরা। তাদেরও বাদ পড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আজ একাদশে থাকতে পারেন মেহেদী হাসান, নুরুল হাসান সোহানরা। এদিকে গত দুই ম্যাচেই খেলেছেন তাসকিন আহমেদ। এ কারণে আজ তিনি একাদশে নাও থাকতে পারেন। তার বদলে খেলবেন শরিফুল ইসলাম।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top