রাজশাহীতে পুলিশের কনস্টেবল পদে গণবদলি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২ ০২:১৫; আপডেট: ৭ জানুয়ারী ২০২২ ০২:১৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কনস্টেবল পদে গণবদলি করা হয়েছে। আরএমপি পুলিশের মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বুধবার দিবাগত রাতে এ গণবদলি করা হয়। এ তালিকায় রয়েছে আরএমপির থানা ও ফাঁড়ির ৬৬৭ জন কনস্টেবল।
সূত্রমতে, বুধবার রাতে মহানগর পুলিশের চারটি পৃথক আদেশে তাদের বদলির নির্দেশ দেওয়া হয়। আরএমপিতে আইনশৃঙ্খলায় গতি আনতেই এ গণবদলি বলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ওই পুলিশ কনস্টেবলদের একই থানা ফাঁড়িতে নিম্ন তিন বছর থেকে সাত বছর পর্যন্ত ছিলেন। অনতিবিলম্বে বদলিকৃতদের পরবর্তী কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির ২১৮ এএসআই ও এসআইকে এক থানা থেকে আরেক থানা ফাঁড়িতে একযোগে বদলি করা হয়। আরএমপি সূত্র জানায়, রাজশাহী মহানগরীতে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য কর্মরত আছেন। পর্যায়ক্রমে অন্য পদেও বদলি কার্যক্রম চলবে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
আপনার মূল্যবান মতামত দিন: