টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধান বিচারপতি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২ ১৯:২৪; আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২১:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান বিচারপতি। খবর অনলাইনের।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর আপীল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার।
এরপর গত ১ জানুয়ারি নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
আপনার মূল্যবান মতামত দিন: