রাজশাহীতে ক্ষুদে লেখকের 'ইকুয়েশন অব লাইফ' গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০১:০১; আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ০১:১০

ছবি: সংগৃহীত


রাজশাহীতে নাজমুশ শাবাবের নামে এক ক্ষুদে লেখকের ‘ইকুয়েশন অব লাইফ’ নামে একটি প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে। সে নবম শ্রেণিতে অধ্যায়ন করছেন । বর্তমান সময়ে তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি এবং বিভিন্ন ধরণের গবেষণা ও করছেন।

গতকাল বৃহস্পতিবারে পরিচয় সংস্কৃতি সংসদের এক অনুষ্ঠানে বইটি মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে পরিচয় সংস্কৃতি সংসদের কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপত্বিতে ইকুয়েশন অব লাইফ গ্রন্থ নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, পরিচয়ের সাধারণ সম্পাদক কবি ও কথসাহিত্যিক আসদুল্লাহ মামুন, কবি এরফান আলী এনাফ, কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল. কবি ও গবেষক ড. মুর্শিদা খানম এবং কবি সুমাইয়া জামান, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি সরদার মুক্তার আলী, কবি শেখ তৈমুর আলম, গবেষক হাসান রাশেদ এবং গ্রন্থের লেখক নাজমুশ শাবাব প্রমুখ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top