প্রফেসর মাহফুজুর রহমান আখন্দের শুভ জন্মদিন উপলক্ষে রচিত কবিতা
সরদার মুক্তার আলী | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২ ০৯:৫৪; আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১০:০৩

প্রফেসর মাহফুজুর রহমান আখন্দের শুভ জন্মদিন উপলক্ষে রচিত কবিতা
সরদার মুক্তার আলী
শুভেচ্ছা শুভকামনায় তোমার এ জন্ম দিন
শোধিতে হবে মানব জাতির প্রতি যত ঋণ
কবিতা ছড়া নাটক প্রবন্ধ গল্প সুর ও গানে
সুশোভিত হোক ধরা কল্যাণকর অবদানে।
মনুষ্যত্ব মানবতা স্রোতস্বিনী ঝর্ণা ধারা সম
জুলুমের অনুর্বর ভূমিতে স্পর্শে হোক উদ্গম
মাতৃভূমির সবুজ শ্যামল বিস্তীর্ণ ফসলের মাঠ
স্বাধীন বায়ু প্রবাহে শান্ত হোক উত্তপ্ত পথ ঘাট।
সাহচর্য হোক সর্ব যুগের কল্যাণপ্রাপ্তদের মতো
আলোকিত হোক অমানবিক নির্বোধ বধির যতো
আনন্দ মেলা হোক পূর্ণিমা রাতের আকাশের মত
আত্মীয় স্বজন প্রতিবেশী জাতি ভুলে যাক ক্ষত।
জয় হোক পৃথিবীতে আশরাফুল মাখলুকাতের
ফের শান্তি ধারা বয়ে যাক বেহেস্তি সওগাতের।
শুভেচ্ছা স্বাগতম হে বহুবিধ প্রতিভার কবিবর
আদল এহসান উদারতা ভালোবাসায় হও অমর।
রচনা কালঃ ২৮-১২-২০২২
আপনার মূল্যবান মতামত দিন: