রাজশাহীতে পরিচয়ের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩ ১৮:৫১; আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১৮:৫৩

ছবি: সংগৃহীত

পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহীর আয়োজনে আজ ১৩ অক্টোবর শুক্রবার পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মশালা।

পরিচয়ের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলা ছন্দ বিষয়ে আড়াইঘন্টা ব্যাপী আলোচনা করেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন।

দুপুরের আপ্যায়ন শেষে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দের উপর আলাদাভাবে নীরিক্ষাধর্মী কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কবি এরফান আলী এনাফ প্রথম, কবি মঞ্জিলা শরীফ এবং কবি সাদ বিন সাঈদ যৌথভাবে দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার অর্জন করেন আলম দ্বীন। এ পর্বের পরিচালনা এবং বিচারকের দায়িত্ব পালন করেন পরিচয়ের অন্যতম উপদেষ্টা কবি সায়ীদ আবুবকর।

পরিচয়ের সাধারণ সম্পাদক ড. সায়ীদ ওয়াকিলের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কবি বান্দা হাফিজ, কবি ডা. আবদুস সামাদসহ অতিথিবৃন্দ।

কবি অভি মন্ডল, সাবের রাহী, আবদুর রাজ্জাক রিপন, মনির জামান, সরদার মুক্তার আলী, সালেকুর রহমান সম্রাট, লিটন হালিমসহ বৃহত্তর রাজশাহীর উল্লখযোগ্য কবি-সাহিত্যিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top