সিরাতের মাসে ফিলিস্তিনীদের পাশে কবিতা বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩ ১৫:৫৪; আপডেট: ৬ মে ২০২৪ ০৩:১৮

ছবি: সংগৃহীত

রবিউল আউয়াল মাসের শেষ দিন ছিলো ১৬ অক্টোবর সোমবার। ‘সিরাত ও হৃদয়ে ফিলিস্তিন’ শিরোনামে দ্রোহের কবিতা পাঠের মধ্যদিয়ে মজলুম মানবতার পাশে দাঁড়ানো আঁকুতি জানিয়েছেন বাংলা ভাষাভাষি কবিবৃন্দ। কবিতা বাংলাদেশ কর্তৃক জুম অ্যাপসের মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবিতা বাংলাদেশ এর সভাপতি কবি আল মুজাহিদী।

স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক কবি ও গবেষক রাবি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

সভাপতির বক্তব্যে কবি আল মুজাহিদী বলেন, আমাদের চেতনার আদর্শ হচ্ছেন প্রিয় রাসূল হযরত মুহাম্মদ (স.)। তাঁর প্রদর্শিত আদর্শে জীবন গড়ার মধ্যেই মানবতার কল্যাণ ও মুক্তি। বর্তমানে আমরা কঠিন সময় অতিবাহিত করছি। জায়নবাদী ইয়াহুদি গোষ্ঠী আমাদের স্বাধীন ফিলিস্তিনকে গিলে খাচ্ছে। নির্বিচারে বোমা মেরে সবকিছু ধ্বংস করছে। মানবিক বির্পয় সৃষ্টি করেছে সেখানে। একজন মুসলিম ভাই হিসেবে আমাদের সবাইকে মজলুম ফিলিস্তিনীদের পাশে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে লেখকদের আরো বেশী অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে।

কবি আল মুজাহিদীর পরে অবশিষ্ট সময়ে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি কবি আশরাফ আল দীন। সিরাত ও ফিলিস্তিন বিষয়ে আমাদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন অন্যতম সহ-সভাপতি কবি মোশাররফ হোসেন খান।


কবি ওয়াহিদ আল হাসানের উপস্থাপনায় সন্ধ্যা সাতটা থেকে শুরু করে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ইব্রাহিম মন্ডল, আবুবকর সালেহ, আমিনুল ইসলাম, গাজী নজরুল ইসলাম, শহীদ সিরাজী, নাসির মাহমুদ, কুতুব উদ্দিন, মোশাররফ হোসাইন সাগর, আলতাফ হোসাইন রানা, নূরুন নাহার নীরু, মীর ইশরাত জাহান, ড. ইমদাদুল হক হেলালী, মুহাম্মদ মনির, আখতার ইবনে জওহর, আবু জাফর শিকদার, ড. মঞ্জিলা শরীফ, নুরুল হক, আর কে শাব্বির, মুসলেহ উদ্দিন, ড. মুর্শিদা খানম, জুবাইদা কাঁকন, ইভা আলমাস, ওয়াহিদ জামান, বাছিত ইবনে হাবিব, হাসান আবাবিল, শামীমা আফরোজ, আবুল বাশার, সাকী মাহবুব, শোয়েব আলী, তাহরিমা কামরুন, ওয়াহিদ আল হাসান, হাসান নাশিদ, লোকমান মুহাম্মদ, আজিজ হাকিম, হাবীব খান, রাকিবা রাখি, নূরুল ইমরান, শওকত আলম, ওয়াহেদুজ্জামান আহমেদ, ওয়াজকুরুনী সিদ্দিকী, কোহিনূর বেগম, রাশেদ সারওয়ার, হিমেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাভাষী কবিগণ অংশগ্রহণ করেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top