বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৮ মে ২০২৪ ১৪:১৯; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২৩:১৮
-2024-05-08-14-19-02.jpg) 
                                আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। ১৮৬১ খ্রিস্টাব্দ ও বাংলা ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর এক অভিজাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
নানা আয়োজনে বাঙালির প্রাণের কবির জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। 'সোনার বাংলা সপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু' প্রতিপাদ্যে এ বছর জাতীয় পর্যায়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি রয়েছে।
রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি ছাড়াও গুরুদেব, কবিগুরু হিসেবে উল্লেখ করা হয়। ১৯৪১ সালে জোড়াসাঁকোর বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।।।

 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: