দেশীয়’র উদ্যোগে লেখক-প্রকাশক অধিকার সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ মে ২০২৪ ২০:৩০; আপডেট: ২৬ জুন ২০২৪ ০৪:৫৯

জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর উদ্যোগে লেখক-প্রকাশক অধিকার সংরক্ষণ শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে ‘লেখক-প্রকাশক অধিকার সংরক্ষণ’ শীর্ষক এক সেমিনার সম্পন্ন হয়েছে। ২৫ মে শনিবার বিকাল সাড়ে ৩টায় অনলাইন জুম প্ল্যাটফর্মে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন দেশীয়’র সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ। ক্বারী আব্দুল আলিম আশিকের সুললিত কণ্ঠে অর্থসহ কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। প্রবন্ধের উপরে আলোচনা রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ ও মোটিভেশনাল স্পিকার ড. আহসান হাবীব ইমরোজ, সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন এবং অধ্যাপক সাইফুল্লাহ মানছুর।

লেখক হিসেবে উক্ত সেমিনারে শুভেচ্ছা কথা বলেন কবি আসাদ বিন হাফিজ, কবি মোশাররফ হোসেন খান।

প্রকাশক হিসেবে উক্ত সেমিনারে কথা বলেন আধুনিক প্রকাশনীর পরিচালক (প্রকাশনা) মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটির পরিচালক এডভোকেট কামাল উদ্দীন, গার্ডিয়ান প্রকাশনীর প্রকাশক নূর মোহাম্মদ আবু তাহের, বুক পয়েন্টের সম্পাদক মুসা খান, মুনলাইট প্রকাশনীর উপদেষ্টা আবদুল কাইয়ুম মুরাদ, প্রচ্ছদ প্রকাশনীর চেয়ারম্যান রাজিবুর রহমান বাপ্পী প্রমুখ।

সেমিনার বাস্তবায়নে সার্বিক সহায়তা করেন দেশীয় সাংস্কৃতিক সংসসের অফিস সম্পাদক মনিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ইয়াসিন মাহমুদ, প্রকাশনা সম্পাদক অহিদ সালিম প্রমুখ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top