বইমেলায় আসছে আব্দুন নূরের 'রক্তাক্ত রক্ত'
প্রেজ বিজ্ঞপ্তি | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৩; আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫

অমর একুশে বইমেলায় ২০২৫ খ্রি. আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. আব্দুন নূরের প্রথম কাব্যগ্রন্থ ‘রক্তাক্ত রক্ত’।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে এবং খুদে বার্তায় এ কাব্যগ্রন্থের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এটি এমন একটি চেতনাবাহী কবিতার সংগ্রহ, যা মানবতার যন্ত্রণা ও প্রতিবাদের প্রতিফলন। বইটি প্রকাশ করছে সমীক্ষণ এবং পাওয়া যাবে অমর একুশে বইমেলায় লেখাচিত্র প্রকাশনীর ৮০২ নং স্টলে।
এছাড়াও তিনি পড়াশোনা পাশাপাশি জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত গবেষণাধর্মী কলাম লিখে আসছেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুন নূরের এই গ্রন্থটি অসীম চেতনা এবং মানবিক মূল্যবোধের এক বিশেষ রূপ।
আপনার মূল্যবান মতামত দিন: