জাগ্রত এক নাম
রাজ টাইমস | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৩:১৩; আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩৯

একুশ তুমি হৃদয় বীণার
লক্ষ প্রাণের সুর
বাংলা ভাষার সুখ আমেজে
বিষাদ করো দূর।
একুশ তুমি নিশি রাতের
ঘুমপাড়ানি গান
হাজার রঙের আল্পনাতে
নিত্য বহমান।
একুশ তুমি গর্জে উঠা
বরকতের ঐ ডাক
সালাম রফিক শফিউরের
তাজা খুনের বাকঁ।
একুশ তুমি ত্যাগ সাধনার
বিপ্লবী সংগ্রাম
বীর শহিদের আত্নত্যাগের
জাগ্রত এক নাম।
-লিখেছেন হিমেল আহমেদ
আপনার মূল্যবান মতামত দিন: