একনজরে আজকের বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৭; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৪:২৯

১. চাল আটা ময়দা ডিম কিনতে হয়রানি, বেড়েছে আদা-রসুন, হলুদ ও জিরার দাম
নিত্যপণ্যের বাজার ভোক্তাদের চরম ভোগান্তির হযে উঠেছে ক্রমাগত। প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্য বাড়তি দরে বিক্রি হচ্ছে। খবর যুগান্তরের।
২. জলবায়ু পরিবর্তন: নদীতে কমছে ইলিশের বিচরণ
জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে দেশের নদীগুলোতে। ফলে প্রাণ প্রকৃতির বৈচিত্র্যেও এর প্রভকব পড়ছে। নদীতে কমছে ইলিশের আনাগোনাও। খবর বণিক বার্তার।
৩.বিশ্ববাজারে আরেক দফায় কমল জ্বালানি তেলের দাম
আবারো কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড (অপরিশোধিত জ্বালানি) দাম প্রায় ৬ ডলার কমে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৩৪ ডলারে বিক্রি হচ্ছে। খবর যুগান্তরের।
৪. ভারি অস্ত্রের গুলিবর্ষণের শব্দে নির্ঘুম রাত কাটে সীমান্তবাসীর
একের পর এক মর্টারশেল এবং ভারি অস্ত্রের গুলিবর্ষণের শব্দ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে। এ যেন নিত্য দিনের ঘটনা। ভয়ে আতঙ্কে দিন কাটছে সীমান্তবাসীর। খবর যুগান্তরের।
৫. মৎস্য চাষের নতুন এক সম্ভাবনার ভিনদেশী মাছ
দেশের মৎস্য চাষের নতুন এক সম্ভাবনার নাম বিদেশী মাছ। বিভিন্ন দেশ থেকে আনা মাছের রেণু চাষে সফলতা দেখছেন অনেক মৎস্যজীবি। খবর বণিক বার্তার।
আপনার মূল্যবান মতামত দিন: