আওয়ামী লীগ কখনো কিছু নেয় না, মানুষকে দেয়: প্রধানমন্ত্রী
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৪ ২০:২৫; আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৭
আওয়ামী লীগ কখনো কিছু নেয় না, মানুষকে দেয়-বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন।
গণভবনে মন্ত্রিসভার সদস্য, দলের কেন্দ্রীয় নেতাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধুকন্যা। এসময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঈদের আনন্দ সবার জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে বলে প্রত্যাশা তার।
রমজানে দলীয় নেতা-কর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ইফতার পার্টি না করায় কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা। অভিযোগ করেন, অন্য দলের নেতারা নিজেরা ইফতার খেয়েছে। মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার মূল্যবান মতামত দিন: