রাজনীতির দলগুলোর সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪ ২২:২৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:৩৪
-2024-08-31-22-24-13.jpg)
ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলেছেন। সংবিধান নতুন করে প্রবর্তন নাকি সংশোধন করা দরকার তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। তখন অনেকেই ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, আইন ও বিচার বিভাগের সংস্কারের কথা বলেছেন।
প্রেস সচিব জানান, অনেকে শিক্ষানীতির আমূল পরিবর্তনের কথা বলেছেন। ইসলামি দলগুলো ১ মাসের মধ্যে মামলা তুলে নিতে অনুরোধ করেছেন। প্রোপোরশন অফ রিপ্রেজেন্টেশনের কথাও অনেকে বলেছেন।
এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সময় বেধে দেয়নি জানিয়ে তিনি বলেন, এই সরকার গঠনের পর থেকে সবচেয়ে বড় আলোচনার বিষয় রাষ্ট্রের সংস্কার। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব বলেন, ছাত্ররা রাষ্ট্র মেরামতের কথা বলছেন। এই মেরামত কীভাবে হবে সে বিষয়ে আজকে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, কেউ কেউ পরে মতামত জানানোর কথা বলেছেন।
ক্ষমতায় বসার মাত্র ৩ সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে বসেছেন। এর আগে বিএনপি ও জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গে আলোচনা হয়। রাষ্ট্র মেরামতের জন্য রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময় বেধে দেবে বলে জানান শফিকুল।
এর আগে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আপনার মূল্যবান মতামত দিন: