পাবলিকের স্নাতক পরীক্ষার সিদ্ধান্ত স্ব স্ব একাডেমিক কাউন্সিলে: ইউজিসি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০ ২১:৩৬; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১২:২১

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে আটকে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসি জানিয়েছে, জানিয়েছে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে পাবলিক বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুুপুরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যগণ যুক্ত ছিলেন।

প্রসঙ্গত, দেশে গত ৮ই মার্চ মহামারী প্রকোপ দেখা দেয়ার পর গত ১৭ই মার্চ থেকে বন্ধ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top