আশরাফ-মুঈনুদ্দীনকে ফেরাতে আনুষ্ঠানিক দাবি জানানো হবে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১ ০৫:২৬; আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ০৮:০৬

আশরাফ-মুঈনুদ্দীন

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দুই হোতা আলবদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে ফেরাতে ‘আনুষ্ঠানিক দাবি’ জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, গত দুই দিন আগে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আমার একটা সাক্ষাৎ হয়েছে। সেখানে আমি এই দুই জনকে দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি আমাকে বলেছেন, আমরা যেন ফর্মালি (আনুষ্ঠানিক) এই দাবি করি। আমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ফর্মালি দাবি করব।

একাত্তরে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের দুই কেন্দ্রীয় নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক, ছয়জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যা করেন।

সেই মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ৩ নভেম্বর এই দুই বদর নেতার মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top