উত্তরা ও মোহাম্মদপুরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৪ ১৫:১২; আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ০৯:১৩
-2024-01-15-15-11-07.jpg)
রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
বক্তব্যে সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের কল্যাণে একযোগে কাজ করতে সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
থানার ভারপ্রাপ্ত আমীর মো. হারুনুর রশীদ তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম ও আতিয়ার রহমান আতিক।
আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা তানভীর হোসাইন, মো. রফিকুল ইসলাম ও নাহিদ প্রমুখ।
অন্যদিকে জামায়াতে ইসলামী মোহাম্মদপুর দক্ষিণ থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
থানা আমির মাওলানা শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জোন পরিচালক জিয়াউল হাসান।
আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর দক্ষিণ থানার সেক্রেটারি আবু নাইম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: