নগরীতে কারিতাসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০ ২৩:১৭; আপডেট: ৯ মে ২০২৪ ২১:১৫

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কারিতাস রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর) নগরীর রাসিক ২নং ওয়ার্ড টলিপাড়া ক্লাব ঘরে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে অনুদান প্রদান করে সংস্থাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাথিড্রাল ধর্মমিস্ত্রী সহকার পালপুরোহিত ফাদার সুরেশ পিউরিফিকেশন। মাঠ কর্মকর্তা স্বপন এল গমেজের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে কারিতাস রাজশাহী অঞ্চলের পিও (হেল্থ) মিস. লুচিয়া মার্ডি, মাঠ কর্মকর্তা লিনা রোজ ফারিও, পশ্চিম টালিপাড়া গ্রামের মন্ডল নিরেন মিনজ, আলিগঞ্জ স্নেহানীড় সিস্টার শিউলী দাস উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদের মধ্যে মুদি ব্যবসা ও গবাদি পশুপালনের জন্য ৪ জন প্রতিবন্ধীকে ৮ হাজার টাকা, প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য ২০ জনকে ১৭০০ টাকা, প্রোটিন খাবারের জন্য ৫ জনকে ১০০০ টাকা,
এবং ৩জনকে হুইল চেয়ার, কৃত্রিম পা ও ক্রাব প্রদান করা হয়।

এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top