জামায়াতের দ্বায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪ ১৯:৩৩; আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ১৯:৩৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর দ্বায়িত্বশীল  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আয়োজিত এক দ্বায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের পরকালীন মুক্তি তথা জান্নাত লাভ করাই প্রধান উদ্দেশ্য। দুনিয়ায় অর্থের কুরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ সম্ভব।

অর্থের কোরবানির পাশাপাশি দিন প্রতিষ্ঠার সংগ্রামে প্রচুর সময় করা দরকার। দুনিয়াতে যত আগেও কোরবানি পেশ করা যাবে মৃত্যুর পরেই সেটা ভোগ করার সুযোগ আছে।

দ্বায়িত্বশীল সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতি ও মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসেন ও অ্যাডভোকেট আবু সেলিম সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল হাসান বুলবুলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

দ্বায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে ডক্টর কেরামত আলী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা যারা দায়িত্বশীল সংগঠনকে গতিশীল করার জন্য আপনাদেরকে ময়দানের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top