শপথ নিলেন জয়পুরহাট জামায়াতের জেলা আমির
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৪ ২৩:১২; আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৪:২২
জয়পুরহাটে জামায়াতে ইসলামীর জেলা আমিরের শপথ উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের আরাম নগরের আব্বাস আলী খান মিলনায়তনে জেলা জামায়াতের আমির ডা. মো. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মো. আব্দুর রহিম।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. মো. ফজলুর রহমান সাঈদকে শপথ বাক্য পাঠ করান এবং উপস্থিত রোকনদের দলীয় (সাংগঠনিক) দিক নির্দেশনা প্রদান করেন।
এ সম্মেলনে জয়পুরহাট জেলা জামায়াতের মোট ৯৬৮ জন রুকন (সদস্য) উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: