নামাজ কায়েম করা সরকারের দায়িত্ব- মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪ ১৮:১১; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ০৭:৫২

সংগ্রহীত

বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, নামাজ কায়েম করা সরকারের দায়িত্ব।

সমাজে যত অনাচার-অবিচারের সয়লাব চলছে তার মুল কারণ আমরা নামাজ বিমুখ হচ্ছি। অথচ আল্লাহ কুরআনে বলেছেন" নামায মানুষকে সমস্ত অশ্লিল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।রোববার রাতে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ফুরকানিয়া হাফিজিয়া ও ইসলামীয়া মাদ্রাসার উদ্যাগে আয়োজিত ইসলামী জলসায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানুষ নিজে পরিশুদ্ধ হবে, একইসাথে সমাজও পঙ্কিলতা থেকে মুক্ত হবে। এজন্য রাষ্ট্র প্রধানের প্রথম কাজ হবে সমাজে নামাজ কায়েম করা। যদি তারা ব্যর্থ হয় তাহলে পরকালে এর জন্য জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর ব্যক্তি হিসেবে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো। আরও উপস্থিত ছিলেন, তাইফুর রহমান, নুমায়ন আলী। উক্ত ইসলামী জলসায় প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মাওলানা গোলাম আযম। ইসলামী জলসায় স্থানীয় জামায়াত ইসলামীর শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top