পবায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পবা প্রতিনিধি: | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫ ২২:৩০; আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২২:৪৭

আজ শনিবার বিকালে রাজশাহীর পবা উপজেলার দারুশায়- ফিলিস্থিনে ইজরায়েলী বর্বর হামলা ও গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্ণহার থানা এলাকার আলেম ওলামা সহ ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে দারুশা উচ্চ বিদ্যালয় মাঠ হতে মিছিলটি শুরু হয়। বাদ আছর হতে মাগরিবের পূর্ব পর্যন্ত মিছিলটি দারুশা বাজার সহ আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দারুশা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে সমাবেশে মিলিত হয়।
দারুশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু সাইদ এর সভাপতিত্ত্বে আয়োজিত মিছিলোত্ত্বর সমাবেশে বক্তব্য রাখেন: কর্ণহার থানা যুবনেতা ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান, দারুশা গোধাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা রাজিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক মিলন প্রমুখ।
বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি আলহাজ্ব রহিদুল ইসলাম কামাল, অধ্যাপক আব্দুল্লাহ আল ওয়ালিদ, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ ঈসারুল ইসলাম, হাফেজ সাইফ উদ্দীন, রাসেল ইসলাম, সাইফুল ইসলাম সহ এলাকার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুসল্লি, গণ্য-মান্য ব্যক্তিবর্গ ও আম জনতা। শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নারায়ে তাকবীর-আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠে দারুশা বাজার সহ আশ-পাশের এলাকা।
সমাবেশে বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন মসজিদুল আকসায় হামলা করে ইসরাইল যে ধৃষ্টতা দেখিয়েছে তার তীব্র নিন্দা জানানো হয়। বক্তাগন ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ইজরাইলী সকল পণ্য বয়কটের আহ্বান জানান। এছাড়াও গণহত্যার দায়ে ইসরাইলকে জাতিসংঘের সদস্য তালিকা হতে বাতিলেরও আহ্বান জানানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: