আতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর পরিষদের নির্বাচনে ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫ ১৪:৪৫; আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৭:৪১

আগমী শনিবার রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ২০২৫-২৮ ত্রি-বার্ষিক মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে ইশতেহারে ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) সকালে লক্ষীপুর মিঠুর মোড় কোষাধ্যক্ষ আব্দুস সবুরের বাসায় নির্বাচন ক্যাম্প অফিসে আতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর পরিষদের নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন কোষাধ্যক্ষ পদের মোঃ আব্দুস সবুর।
ইশতেহারে বলেন, বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত, স্বচ্ছতা মুক্ত পূর্ণ, কুক্ষিগতমুক্ত, জনসাধারণের কাছে জবাবদিহিতা মূলক, সাশ্রয়ী মূল্যে চিকিৎসা, কর্মচারীদের সুন্দর পরিবেশ, আজীবন সদস্যগণের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান। এমন একটি প্রতিষ্ঠান গড়তে তুলতে সকল ভোটারদের প্রতি আহ্বান জানান ।
এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে আরোও বলেন, আপনার মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয় যুক্তু করুন এবং প্রতিষ্ঠানের উন্নয়নের সহযোগিতা করুন।
আতাহার-বদরুদ্দোজা লাকী-সবুর পরিষদে প্যানেল রয়েছে। সভাপতি পদে অধ্যাপক ডাঃ মোঃ আতাহার আলী, সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি, সহ-সভাপতি ডাঃ ইয়াসমিন খালেক, সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি ডাঃ মোঃ এনতেখাব-উল-আলম,সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শাহ মোঃ বদরুদ্দোজা, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকীউর রশি, প্রচার ও জনসংযোগ সম্পাদক হেদায়েতুল ইসলাম (তারিফ), স্বাস্থ্যসেবা সম্পাদক ডঃ মোঃ ফকরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আবুল বাসার পল্টু।
নির্বাহী সদস্য মোঃ জাহিদ হোসেন,মোঃ খোবায়েবুর রহমান, মুখলেসুর রহমান শাহ, মোঃ আতিকুর রহমান,ড. মোহাম্মদ তৌফিক আলম, ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন রওশন,ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, ডাঃ এম মুর্শেদ জামান মিঞা,প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ এনামূল হক, অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান (অপু), খোন্দকার আবুল কাসেম ও মোঃ সেলিম রেজা খান।
আপনার মূল্যবান মতামত দিন: