ধামইরহাটে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মে ২০২৫ ১৬:৪৯; আপডেট: ৮ মে ২০২৫ ২০:০৩

নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক আলতাব হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু।
এছাড়াও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল-ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, রুবেল হোসেন, ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, পৌর যুবদলের আহ্বায়ক মো. আবু বক্কর প্রমুখ।
আগামী ২৪ মে বগুড়া জেলায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ধামইরহাট উপজেলা ও পৌর যুবদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উৎসব মূখর পরিবেশে অংশগ্রহণ করে সমাবেশ সাফল্যমন্ডিত করবেন বলে জানান বক্তারা।
আপনার মূল্যবান মতামত দিন: