রাজশাহীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২১ ২২:৫৯; আপডেট: ৬ জানুয়ারী ২০২১ ০২:২০

নগরীতে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। সোমবার কাশিয়াডাঙ্গা ও কর্ণহার থানার উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করে দলটি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুষের সকল মৌলিক সমস্যার সমাধান হবে। তখন শীতবস্ত্র বা মৌলিক চাহিদা পুরণের জন্য লাইনে দাঁড়াতে হবে না। বরং সকলের কাছে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা পৌঁঁছে যাবে।

এসময় প্রধান অতিথি আরো বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি আধুনিক ও কল্যাণকর ইসলামী রাষ্ট্র বানাতে চায়। আর এ কাজকে বাধাগ্রস্থ করতেই বর্তমান সরকার জামায়াতের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে নাগরিক অধিকার হরণ করেছে। তিনি সর্ব স্তরের জনগনসহ সংগঠনের নেতা-কর্মীদের শীতার্ত-দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আহসান, কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দীন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনএস




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top