নগরীতে আসক ফাউন্ডেশনের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১ ০১:২৪; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৩:১২

শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। শনিবার (১৬ জানুয়ারী) সংস্থাটির রাজশাহী জেলা কমিটির আয়োজনে রাজশাহী মহানগরীর রাইফেল ক্লাব চত্বরে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির নেতা সালাউদ্দিন মিন্টু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহবুর-উল-আলম বুলবুল, আসকের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোঃ সাইদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন আসকের কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত পরিচালক ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোঃ আরিফুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহনা ও সম্রাট আলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক সাদিয়া সাবা অর্চি, বিঞ্জান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক ইঞ্জি. খাইরুল আলম, সহবিঞ্জান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদ মোঃ আতিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও আসকের সভাপতি জিয়া উদ্দিন আহমেদ।
এনএস
আপনার মূল্যবান মতামত দিন: