কোরআনের আয়াত বাতিলের রিট আবেদনের প্রতিবাদে নগরীতে মিছিল 

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১ ২৩:৪৮; আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ১৬:৫৮

ভারতের সুপ্রিম কোর্টে মহাগ্রন্থ আল কোরআনের ২৬ টি আয়াত বাতিল চেয়ে রিট করার প্রতিবাদ জানিয়ে সোমবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর নিউমার্কেটের সামনে থেকে শুরু করে অলকার মোড়ে রাজশাহী চেম্বার অফ কমার্স ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

সংগঠনটির প্রচার সেক্রেটারী সাক্ষরিত ্এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, মসুলমান নামধারী ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কুরআন শরীফের ২৬ টি আয়াতের উপর আপত্তি তুলে তা বাতিল চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিটের আবেদন করে। তার এ আবেদনের মধ্য দিয়ে আবারো প্রমান হলো শিয়ারা আদৌ মসুলমান নয়। একজন মসুলমান কখনই এধরণের হীন এবং আল্লাহদ্রোহী কাজ করতে পারেননা। পৃথিবীতে কোন ব্যক্তি বা গোষ্ঠি পবিত্র কুরআনের একটি আয়াত তো দূরের কথা একটি হরফও পরিবর্তন করার কোন এখতিয়ার রাখেননা। আজ ভারতের মসুলমানদের মধ্যে ধর্মীয় দাঙ্গা বাধানোর উদ্দেশ্যে ইহুদীবাদী একটি গোষ্ঠি ধৃষ্টতা পূর্ণ চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় উষ্কানী মূলক এই রিটের আবেদন।
নেতৃবৃন্দ, ভারত সরকার কে কোন ধরণের হটকারী সিদ্ধান্ত গ্রহন না করে ধর্মীয় সম্পৃতী বজায় রাখার জন্য উদ্বাত্ত্ব আহ্বান জানান। একই সাথে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে ভারত সরকারের প্রতি একটি প্রতিবাদ জানানোর জন্য জোর দাবী জানান।  
 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top