অধ্যাপক বেলালুজ্জামান এর মৃত্যুতে শোক প্রকাশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২১ ০০:০৭; আপডেট: ১৬ জুন ২০২১ ০০:০৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার সাবেক আমীর অধ্যাপক বেলালুজ্জামান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
১৫ জুন (মঙ্গলবার) নগর জামায়াতের প্রচার সম্পাদক প্রেরিত এক শোক বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়।
মরহুমের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তার স্বভাবজাত। একই সাথে ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রান ছিলেন। তিনি আমৃত্যু সমাজসেবা করে গেছন। পাশিপাশি তিনি আদর্শ, চরিত্রবান, সৎ খোদাভীরু মানুষ তৈরির জন্য অক্লান্ত চেষ্টা করেছেন। তার মৃত্যুতে ইসলাম প্রসারের ধারায় অপূরণীয় ক্ষতি হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি৷
তিনি বাংলাদেশের জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সাবেক আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক রাজশাহী ও নাটোর জেলা সভাপতি ছিলেন।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: