এ্যাডভোকেট মোজাম্মেল হকের মৃত্যুতে নগর জামায়াতের শোক প্রকাশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১ ০৬:২৯; আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ০১:৩৩
-2021-12-03-19-29-03.jpg)
রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যডভোকেট মোজাম্মেল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী, নায়েবে আমির অধক্ষ্য সিদ্দিক হোসেন, নায়েবে আমির ও এ্যাডভোকেট বার এসোসিয়েশন রাজশাহীর সহ-সভাপতি এ্যড.আবু মোহাম্মদ সেলিম ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।
শুক্রবার ৩ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল মরহুমের স্বভাবজাত। তিনি আমৃত্যু সমাজসেবা করে গেছেন। তার মৃত্যুতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আইনজীবীদের মাঝে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন।’
মরহুমের জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী, নায়েবে আমির ও এ্যাডভোকেট বার এসোসিয়েশন রাজশাহীর সহ-সভাপতি এ্যড.আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুস সামাদসহ রাজশাহী মহানগরী জামায়াত ও থানা শাখার নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: