রাজশাহীতে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২ ০৪:২২; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১০:১৬

বদর দিবসের শিক্ষা আমাদের জীবনে কাজে লাগিয়ে ইসলামকে সমাজে বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। সত্য ও মিথ্যার দ্বন্দ্বে সত্যের বিজয় নিশ্চিত। ঐতিহাসিক বদর যুদ্ধে ইসলামের বিজয় আমাদেরকে সে শিক্ষা দিয়েছে। এসময় তিনি সকলকে ইসলাম প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর মহানগরীর যুব বিভাগের সেক্রেটারী জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও বোয়ালিয়া উওর থানার আমির অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান, জমায়াত নেতা গোলাম মুর্তুজা, শিবিরের রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি যুব নেতা সালাহ উদ্দিন আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, বদর দিবসের শিক্ষা আমাদের জীবনে কাজে লাগিয়ে ইসলামকে সমাজে বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। সত্য ও মিথ্যার দ্বন্দ্বে সত্যের বিজয় নিশ্চিত। ঐতিহাসিক বদর যুদ্ধে ইসলামের বিজয় আমাদেরকে সে শিক্ষা দিয়েছে। এসময় তিনি সকলকে ইসলাম প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: