৩০ নং ওয়ার্ডে ঘুরি মার্কা প্রার্থীর সমর্থকের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুন ২০২৩ ০৬:৩৭; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১০:৫৫

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মো. আব্দুস সামাদের নির্বাচনি গণসংযোগে হামলা চালিয়েছে প্রতিদ্বন্দ্বী আলা উদ্দীন। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা রাজশাহী জেলা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন ঘুরি মার্কা প্রতিকের প্রার্থী মো. আব্দুস সামাদ।
লিখিত অভিযোগ থেকে জানাগেছে, মৌলভী বুধপাড়া নামক স্থানে বাইপাস সড়কে ঘুরি মার্কা প্রতিকের প্রার্থী মো. আব্দুস সামাদ এর কর্মী-সমর্থকরা গণসংযোগ ও প্রচারনা চালায়। এ সময় ঠেলাগাড়ি মার্কার প্রার্থী আলা উদ্দীনের নেতৃত্বে, পায়েল, আকরাম, ইশা, শিলু, আল আমিন, রাব্বেল, হাসান, রুবেল, মুন্না, সাব্বির, হাসিবুল সহ তার লোকজন এবং বহিরাগত সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে আসে। তার সমর্থকরা সাইট দিলেও তারা নানা রকম উত্তেজনা পূর্বক উত্তপ্ত বাক্য বিনিময় করে। সেই সাথে বিনা উষ্কানিতে পায়েল আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং অন্যন্য সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ আক্রমন করলে বিনোদপুর বাজারের রবিউল ইসলাম, নতুন বুধপাড়ার সজল; মির্জাপুর এলাকার রাজা ও মেহদী অহত হন।
জামায়াতে বিবৃতি
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী মো. আব্দুস সামাদ এর নির্বাচনি গণসংযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.মাওলানা কেরামত আলী ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।
হামলার প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠু নির্বাচনি গণসংযোগে প্রতিদ্বন্দ্বী ঠেলাগাড়ি মার্কার প্রার্থী আলা উদ্দীনের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং দেশীয় অস্ত্রসহ নিয়ে প্রার্থীর উপর হামলা প্রমাণ করে নির্বাচনের সুষ্ঠুর পরিবেশ নেই। নেতৃবৃন্দ আরও বলেন, তাদের সন্ত্রাসী কার্যক্রমের ফলে জনমনে ভীতি সঞ্চার এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: