হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা

ছাত্রলীগ-যুবলীগের অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩ ১৪:২৪; আপডেট: ১৫ মে ২০২৪ ১৬:২৮

ছবি: সংগৃহীত

কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভা শেষে মিছিলে হামলার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের ৪০০-৫০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ দায়ের করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকশি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন এবং জানান গতকাল এ বিষয়ে একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে। পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

অধ্যক্ষ তাপস বকশি গণমাধ্যমকে বলেন, পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।

এই হামলায় অদ্বৈত দাস, তন্ময় দাস, সুশীল দাস, কালীপদ পালসহ আরও ২০-৩০ জন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর রাণীর বাজারে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। শুক্রবার এই প্রতিবাদ সভায় কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে ধাওয়া করে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top