মির্জা আব্বাসের বাসায় ঢুকেছে পুলিশ

মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিএমপি

রাজ টাইমস | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১৫:২২; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০২:৪০

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ডিসি ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

ফারুক হোসেন বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুরনো একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানো হবে। গতকালকে পুলিশহত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধার ঘটনায় মামলাও হচ্ছে।’

এর আগে রোববার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে আটক করে ডিবি। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

মির্জা আব্বাসের বাসায় ঢুকেছে পুলিশ
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় প্রবেশ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার দুপুর ২টায় তার শাহজাহানপুরের বাসায় প্রবেশ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এর আগে তিনি জানিয়েছিলেন, রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।

তিনি বলেছিলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে। যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top