আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০ ১৯:০০; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০২:০৫

এডভোকেট সিরাজুল ইসলাম।

দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ এক বছর পর ধর্মবিষয়ক সম্পাদকের পদে নিয়োগ দিল আওয়ামী লীগ। নতুন এই পদে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেষ হাসিনা তার এই পদের মনোনয়ন অনুমোদন করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেঁর।  

গেল বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলের ২১তম কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top